Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ মার্চ ২০২৫

ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ)

এসএফডিএফ গঠনের প্রেক্ষাপট

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) কর্তৃক ১৯৭২ সালে এশিয়া অঞ্চলের ৮টি দেশে ক্ষুদ্র কৃষক ও ভূমিহীনদের অবস্থা পর্যবেক্ষণ করে তাদের সমস্যা চিহ্নিতকরণ ও উন্নয়নের জন্য সুপারিশমালা প্রণয়নের উদ্দেশ্যে “Asian Survey on Agrarian Reforms and Rural Development (ASARRD) ” শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়িত হয়।

ফাউন্ডেশনে রূপান্তর

প্রকল্পটি সমাপ্তির পর  Small Farmers Development Foundation (SFDF) নামে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতায় ১৯৯৪ সালের কোম্পানি আইনের ২৮ ধারার বিধানমতে ২৭ জুলাই ২০০৫ সালে সম্পূর্ণ সরকারি মালিকানাধীন একটি ফাউন্ডেশনে রূপান্তরিত হয় এবং ফেব্রুয়ারি ২০০৭ সালে মাঠ কার্যক্রম শুরু হয়।

ফাউন্ডেশনের আইনগত ভিত্তি

জয়েন্ট স্টক কোম্পানী এন্ড ফার্মস, বাণিজ্য মন্ত্রণালয় এর মাধ্যমে “The Companies Act,1994; A Company Limited by Guarantee & Licensed under Section 28 of the Companies Act, 1994.

ফাউন্ডেশনের উদ্দেশ্য

১.    পল্লী অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন ও      

       দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে জামানতবিহীন ঋণ প্রদান;

২.    দক্ষ মানব সম্পদ তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি; এবং

৩.    বসতভিটা ছাড়া সর্বোচ্চ ০.০৫- ২.৪৯  একর চাষযোগ্য জমির স্বত্বাধিকারী কৃষকদের

       ঋণ প্রদান।

ফাউন্ডেশনের কর্ম এলাকা

ফাউন্ডেশনের কর্ম এলাকা দেশের দারিদ্র্য ম্যাপ অনুযায়ী (বিবিএস) কর্তৃক নির্ধারিত হয়। সে মোতাবেক দেশের ৮টি বিভাগের ৩৬টি জেলার 200টি উপজেলার ৭৫৪টি ইউনিয়নে ফাউন্ডেশনের কার্যক্রম বিদ্যমান রয়েছে।

কার্যক্রম

কৃষি উৎপাদন বৃদ্ধি, আত্ম কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে কৃষিভিত্তিক বিভিন্ন আয়বর্ধন কার্যক্রমে ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ সহায়তা প্রদান ও প্রশিক্ষণ

অটোমেশন কার্যক্রম

২০১৫ সাল থেকে ঋণ বিতরণ ও আদায় কার্যক্রমে অটোমেশন, বায়োমেট্রিক মেশিনের ব্যবহার ও মোবাইল এসএমএস ব্যবহার করে সদস্যদের দৈনিক লেনদেনের তথ্য অবহিতকরণ এবং ফিল্ড ফোর্স লোকেটরের মাধ্যমে মাঠ কার্যক্রমের মনিটরিং করা হয়।

আবর্তক ঋণ তহবিলের পরিমাণ

৩৭০.৭৮ কোটি টাকা (রাজস্ব খাত হতে প্রাপ্তি-১৪.০০ কোটি+৪টি উন্নয়ন প্রকল্প হতে প্রাপ্তি-২১৬.৬৫ কোটি+কোভিড-১৯ প্রণোদনা তহবিল প্রাপ্তি-১০০.০০ কোটি+সার্ভিস চার্জের ১% প্রবৃদ্ধি-২৩.৬৭ কোটি)+সদস্য সঞ্চয় হতে বিনিয়োগ ১৬.৪৬ কোটি টাকা)।

এ পর্যন্ত ঋণ বিতরণ, ঋণ আদায়, সঞ্চয় আদায় ও সার্ভিস চার্জ

২১৬০.০২ কোটি টাকা, ১৮৩৮.৮৭ কোটি টাকা, ১৮৩.৮০ কোটি টাকা, ২০৬.৫৪ কোটি টাকা

বর্তমানে মাঠে বিনিয়োগ স্থিতি

৩২১.১৫ কোটি টাকা

এ পর্যন্ত আদায়যোগ্য ঋণের আদায়ের হার

৯৭%

ঋণের সিলিং

(ক) ক্ষুদ্র ঋণের সিলিং- ৫০,০০০-১,০০,০০০ টাকা

(খ) ক্ষুদ্র উদ্যোক্তা ঋণের সিলিং- ১,৫০,০০০-৫,০০,০০০ টাকা

ফাউন্ডেশনের বিদ্যমান চ্যালেঞ্জ

পর্যাপ্ত আবর্তক ঋণ তহবিলের স্বল্পতা

সমাধানের উপায়

ফাউন্ডেশনকে টেকসই ও ক্ষুদ্র কৃষকদের দোরগোড়ায় পৌঁছানোর জন্য আবর্তক ঋণ তহবিল প্রয়োজন প্রায় ১,০০০ কোটি টাকা। বর্তমানে তহবিল বিদ্যমান আছে ৩৫৪.৩২ কোটি টাকা। বর্তমানে আরো আবর্তক ঋণ তহবিল প্রয়োজন ৬৪৫.৬৮ কোটি টাকা। যা ফাউন্ডেশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।