Wellcome to National Portal
  • Banner3
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ নভেম্বর ২০২২

এসএফডিএফ এর বরিশাল ও পটুয়াখালী অঞ্চলিক কার্যালয়ের আওতাধীন ১৭টি উপজেলা কার্যালয়ের কর্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়।


প্রকাশন তারিখ : 2022-06-22

গত ১৭ জুন ২০২২ তারিখে এসএফডিএফ এর বরিশাল ও পটুয়াখালী অঞ্চলিক কার্যালয়ের আওতাধীন ১৭টি উপজেলা কার্যালয়ের কর্যক্রম পর্যালোচনা ও আগামী বছরের কর্ম পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত পর্যালোচনা সভা ও কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন এসএফডিএফ এর ব্যবস্থাপনা পরিচালক (সাবেক সচিব) জনাব মোঃ জাকির হোসেন অকন্দ। অনুষ্ঠানে পটুয়াখালী জেলার জেলা প্রশাসক জনাব মোঃকামাল হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এক পর্যায়ে পটুয়াখালী জেলার এনডিসি জনাব মোঃ হুমায়ন কবির অতিথি হিসাবে অনুষ্ঠানে যোগদান করেন। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব মোঃ মিজানুর রহমান । 

 

2022-06-23-06-43-8a516f8b270af0a45b27af3f6675e6fa 2022-06-23-06-49-5264ca568caffe48da2c32c31efd86ef 2022-06-23-06-49-9cf56aae9b6eb6558a8f884dd7530c39 2022-06-23-06-49-ddf507a0a8ccaf35a6270af0ee8a7ebb2022-06-23-06-57-2d3683afe90d41e059f8948a18ed974d2022-06-23-06-58-8118f135b5d73266812851ee324a0067